সোমবার (২ ডিসেম্বর) দুপুরে নগরের নয়া সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কিছুদিন ধরে নগরের নয়া সড়ক জামে মসজিদের পুননির্মাণ কাজ চলছিল।
স্থানীয় সূত্র জানায়, মসজিদের মিনার রাস্তায় ভেঙে পড়ে নয়া সড়ক-কাজিটুলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মিনারটি রাস্তার ওপর থেকে সরানোর জন্য শ্রমিকরা কাজ শুরু করেন। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সহযোগিতায় নয়া সড়ক পঞ্চায়েত কমিটির উদ্যোগে মসজিদটির পুননির্মাণ কাজ চলছে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, নগরের নয়া সড়ক মসজিদের পুননির্মাণ কাজ চলছিল। মিনারটি সরানোর কাজ করছিল সিটি করপোরেশনের একটি বুলডোজার। কাজ চলা অবস্থায় অসাবধানতাবসত জনসাধারণের চলাচলের রাস্তার ওপর মিনারটি ভেঙে পড়ে।
মিনারের সঙ্গে বিদ্যুতের একটি খুঁটিও হেলে পড়েছে বলেও জানান মেয়র আরিফুল।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এনইউ/আরআইএস/