ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশের জনগণ এ সরকারের প্রধান শক্তি: রেলপথমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
দেশের জনগণ এ সরকারের প্রধান শক্তি: রেলপথমন্ত্রী বক্তব্য রাখছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এ সরকারের প্রধান শক্তি হলো এদেশের জনগণ। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি। 

সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় পৌর আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, একটি অপশক্তি এখনো সক্রিয় রয়েছে।

যারা এ দেশকে ধ্বংস করতে চায়, যারা সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দিয়ে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সেই বিএনপি-জামায়াত মানুষের প্রতি যাদের কোনো ধরনের দায়বদ্ধতা নেই, সন্ত্রাস-দুর্নীতি যাদের একমাত্র লক্ষ্য।  
সেই অপশক্তি যেন আবার কোনোভাবে বাংলাদেশের জনগণকে পেছন থেকে ছুরিকাঘাত করতে না পারে এবং একটি বিভক্ত সমাজ তৈরি করতে না পারে তার জন্য আমাদের সচেতন থাকতে হবে।

এসময় পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুই, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সহ-সভাপতি আব্বাস আলী, আবু তোয়াবুর রহমান সহ ত্রি-বার্ষিক সম্মেলনে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।