রোববার (০১ ডিসেম্বর) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
অভিযোগে বলেছেন, আমার স্বামী মারা যাওয়ার পর ১৪ বছরের কন্যাকে নিয়ে সোনারগাঁয়ের পঞ্চবডি এলাকায় বাবার বাড়িতে করছি।
এরপর ২৯ নভেম্বর সংসারের প্রস্তাবে সায় দিয়ে আমি জমানো দেড় লাখ টাকা ও ১৪ আনা স্বর্ণের চেইন (বর্তমান মূল্য প্রায় ৪৫ হাজার টাকা) নিয়ে আড়াইহাজারে চলে আসি। পরে অভিযুক্ত আরেক বিবাদী একই এলাকার মৃত হাসমত আলীর ছেলে শরীফ আমাকে নিয়ে আক্তারের কাছে যান। আক্তার আমার কাছে থাকা টাকা ও স্বর্ণ নিয়ে দুই ঘণ্টা পরে এসে বিয়ে করবে বলে চলে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি কোনো ধরনের যোগাযোগ করেনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
টিএ