ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপসায় নবান্ন উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
রূপসায় নবান্ন উৎসব

খুলনা: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার রূপসায় নতুন শস্য কর্তন ও নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রূপসা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উৎসবের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পংকজ কান্তি মজুমদার।

  তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যার কারণে দেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। নতুন শস্য কর্তন করছেন অতিথিরা।  ছবি: বাংলানিউজযুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লার পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফরিদুজ্জান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিঘলীয়া উপজেলার ইউএনও হাফিজ আল আসাদ, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, নারী ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এছাড়া আরও বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন ও শিউলী মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, নারী বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, পিআইও মো. আরিফ হোসেন, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জি, তথ্যসেবা কর্মকর্তা সোনিয়া আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।