ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলৎকারের ঘটনায় শিক্ষকসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
কালীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলৎকারের ঘটনায় শিক্ষকসহ আটক ৫

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলৎকারের ঘটনায় মাদ্রাসার শিক্ষকসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০২ ডিসেম্বর) সকালে কালীগঞ্জের সিমলা গ্রামের গাউছুল আজম হাফেজীয়া মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া বাংলানিউজকে জানান, রোববার রাতে ওই মাদ্রাসার শিক্ষক মোবারক হোসেন আরও চার ছাত্রকে নিয়ে এক ছাত্রকে বলৎকার করে।

এসময় ছাত্রটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ সোমবার সকালে অভিযুক্ত শিক্ষক মোবারক হোসেনসহ আরও চার জনকে আটক করে। এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রের  বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মোবারক হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করে। বাকি চার ছাত্রকে কিশোর সংশোধনাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।