ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিয়ানমারকে চাপ দিতে নেদারল্যান্ডসকে অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
মিয়ানমারকে চাপ দিতে নেদারল্যান্ডসকে অনুরোধ

স্পেন থেকে: রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০২ ডিসেম্বর) কপ-২৫ সম্মেলনে যোগ দিতে স্পেনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রিদে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠককালে এ অনুরোধ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

>>>‘জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত হলে বিশ্বকে ভার নিতে হবে’

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, বৈঠককালে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে। এর সমাধানও সেখানে। মিয়ানমার আমাদের প্রতিবেশি এবং বন্ধুরাষ্ট্র। তারা সবসময় বলে এসেছে তারা তাদের লোকগুলো নিয়ে যাবে। কিন্তু আন্তরিকতার অভাব রয়েছে। রোঙ্গিদের কারণে আমাদের পরিবেশগত বিপর্যয় হচ্ছে। ঝুঁকি বেড়েছে। এজন্য নেদারল্যান্ডসের সাহায্য আমাদের দরকার।

এসময় শুরু থেকে রোহিঙ্গা ইস্যুতে সহায়তার জন্য নেদারল্যান্ডসকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠককালে ২০২০ সালের অক্টোবরে ক্লাইমেট অ্যাডাপটেশন সামিট অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসে। সেখানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট।

সংবাদ সম্মেলনে আব্দুল মোমেন জানান, বৈঠককালে জলবায়ু ইস্যুতে মার্ক রুট বলেন, আগামী বছরগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের কার্বন যেভাবে নিঃসরণ হচ্ছে এটা কমাতে হবে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা তো কোনো কার্বন নিঃসরণই করি না। অন্যদের কারণে আমাদের সমস্যা হচ্ছে।

>>>সিভিএফ’র প্রেসিডেন্ট হতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী

মার্ক রুট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন ‘বাংলাদেশে জলবায়ু অভিযোজনের জন্য কি কি করা হয়েছে?’ তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অনেক বছর ধরে আমরা অভিযোজনের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছি। আগে অনেক লোক মারা যেতো এখন আর যায় না। কারণ এখন আশ্রয় কেন্দ্র নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা, ৫৬ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে আমাদের। ’

এসময় ২০২০ সালে বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে বাংলাদেশে আসার জন্য মার্ক রুটকে দাওয়াত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমইউএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।