সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দ্রমোহন ইউনিয়নের চন্দ্রমোহন বাজারে এ অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে র্যাব-৮ এর সদস্যরা।
জানা যায়, কহিনুর বেগম নামে এক নারী চন্দ্রমোহন বাজারে তোহার কাছে চিকিৎসা নিয়ে প্যারালাইজড হয়ে যান।
অভিযানকালে তোহার চেম্বার থেকে সরকারিভাবে নিষিদ্ধ কিছু ওষুধ উদ্ধার করা হয়। পরে তোহাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও জেলা সিভিল সার্জনের প্রতিনিধি মুন্সি মুবিনুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমএস/এনটি