এ উপলক্ষে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় রাজধানীর কুড়িলে অবস্থিত ফাউন্ডেশনের কার্যালয়ে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও আয়োজন করা হয় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিশেষ শিশুদের প্রতিভা উদয়ন কর্মসূচির।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাটারা থানা আওয়ামী লীগের সভাপতি মো. ইসহাক মিয়া বলেন, এরকম মহতি উদ্যোগ সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। এত সুন্দর উদ্যোগ নেওয়ায় ডা. নুসরাতকে ধন্যবাদ।
‘এই ফাউন্ডেশন প্রতিবন্ধী শিশুদের কল্যাণে কাজ করছে। আমাদের সবার উচিৎ যার যার অবস্থান থেকে এ ধরনের কাজে সহযোগিতা করা’, যোগ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান আহম্মেদ রিফাত। স্বাগত বক্তব্য রাখেন ডিফারেন্ট ওয়ার্ল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. নুসরাত সুলতানা তৃণা। এছাড়াও বক্তব্য রাখেন ভাটারা থানার সাংগঠনিক সম্পাদক হাসমত মিয়া।
আয়োজনে প্রতিবন্ধী ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
টিএম/এসএ