স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি চার ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ পদক বা বিজিবিএম পদক পাচ্ছেন বর্তমানে বিজিবি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। মোট ১০ জন বর্ডার গার্ড বাংলাদেশ পদক পাচ্ছেন।
এছাড়া রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক পাচ্ছেন ২০ জন, বর্ডার গার্ড বাংলাদেশ পদক (সেবা) পাচ্ছেন ১০ জন এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (সেবা) পাচ্ছেন ২০ জন।
এ সংক্রোন্ত আদেশে বলা হয়, ২০১২ সালের ২২ ফ্রেবুয়ারি প্রজ্ঞাপন অনুযায়ী পদক প্রাপ্তরা পদক, নগদ এককালীন অর্থ ও বেতনের সঙ্গে মাসিক অর্থ প্রাপ্য হবেন।
বর্ডার গার্ড বাংলাদেশ পদকপ্রাপ্তরা নগদ এককালীন এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা করে পাবেন। রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক ও বর্ডার গার্ড বাংলাদেশ পদক (সেবা) প্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে পাবেন। আর রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (সেবা) প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে পাবেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমআইএইচ/ওএইচ/