বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে অফিসের কর্মচারীরা গেটের পাশে প্রাচীরের সঙ্গে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাগের ভেতরে একটি ইলেকট্রনিক ডিভাইস যুক্ত বোমা সদৃশ বস্তুটি দেখতে পায়।
মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী বাংলানিউজকে জানান, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশ থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস যুক্ত বোমা সদৃশ বস্ত আমরা উদ্ধার করেছি। আসলে এটি বোমা কিনা তা বোম ডিসপোজাল ইউনিট আসলে জানতে পারবো। তবে ধারণা করা হচ্ছে আতঙ্ক সৃষ্টির জন্য এটি কেউ রেখে যেতে পারে। উদ্ধার হওয়া চিরকুটে হাতে লেখা রয়েছে ‘আনসারুল ইসলাম দল’। এটা নিয়েও আমরা তদন্ত শুরু করেছি। র্যাব আসলে এটি নিষ্ক্রিয় করা হবে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এনটি