নীলফামারী: বাসি-পঁচা খাবার ও নোংরা পরিবেশের জন্য নীলফামারীর সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কে ‘বনফুল সুইটস’ নামে একটি রেস্তোরাঁর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবারে (৫ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার এ রায় দেন।
বাংলানিউজকে পরিমল কুমার সরকার জানান, বিকেলে ওই রেস্তোরাঁয় অভিযান চালানো হয়।
অভিযানে ফ্রিজে বাসি-পঁচা খাবার রাখা ও নোংরা পরিবেশের দায়ে রেস্তোরাঁর মালিক সুবোধ ঘোষকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে রেস্তোরাঁর মালিক কারাদণ্ড এড়াতে জরিমানা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।