ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাখির অভয়াশ্রম তৈরি করতে ব্যতিক্রমী উদ্যোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
পাখির অভয়াশ্রম তৈরি করতে ব্যতিক্রমী উদ্যোগ

গোপালগঞ্জ: পাখির অভয়াশ্রম তৈরি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

জেলা প্রশাসক জানান, আগের মতো শহর ও গ্রাম এলাকায় পাখি দেখা যায় না। বিভিন্ন সময় শিকারিরা পাখি ধরায় দিনদিন দেশীয় প্রজাতির পাখির সংখ্যা কমে যাচ্ছে।

তাই ফলদ গাছে মাটির হাঁড়ির বাসা স্থাপন করা হচ্ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত পর্যায়ক্রমে মাটির বাসা স্থাপন করা হবে। যাতে ঝড় বৃষ্টির সময় পাখিরা নিরাপদ বাসা পায়। এতে আগের মতো পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে শহর-গ্রাম।

রোববার (০৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের অফিস ভবন ও বাসার আশপাশ এলাকার ফলদ গাছে পাখির বাসা স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।