রোববার (৮ ডিসেম্বর) বিকেলে র্যাব-১১ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার দক্ষিণ পাড়া, সোনালী রোড এবং সোনারগাঁ থানাধীন কাচঁপুর এলাকার রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, লেগুনা, সিএনজি ও অটোরিকশা থামিয়ে চাঁদা আদায়কালে তিনজনকে আটক করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বাংলানিউজকে জানান, চক্রটি বিভিন্ন কোম্পানির পণ্য বোঝাই ট্রাক চালকদের কাছ থেকে জোরপূর্বক গাড়ি প্রতি এক থেকে ৩শ’ টাকা করে চাঁদা আদায় করে আসছে। মাসুদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আটকরা পরস্পরের যোগসাজশে যানবাহনের চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। এতে চাঁদাবাজদের অত্যাচারে চালকরা অতিষ্ঠ।
চাঁদাবাজি বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জসিম।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
আরআইএস