রোববার (৮ ডিসেম্বর) দিনগত রাতে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যাকাণ্ডটি ঘটে। মৃত আবদুল্লাহ ওই ক্যাম্পের সি-ব্লকের নুরুল আলমের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর বাংলানিউজকে জানান, নূর মোহাম্মদের বাবা ক্যাম্পের ভেতরে দোকান করেন। রাতে ওই দোকানে কেনাকাটা করতে যান আব্দুল্লাহ। এ সময় নূর মোহাম্মদ ছুরি দিয়ে পেঁয়াজ কাটছিল। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নূর মোহাম্মদ আব্দুল্লাহকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ রাতেই নূরকে আটক করেছে বলেও জানান ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসবি/এএটি