সোমবার (৯ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
জেলা প্রশাসক (ডিসি) হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুরাদ হাসান বেগ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শফিকুল আলম ডাবলু, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি আবুল কালাম মোহাম্মদ ফারুক।
সনাক সদস্য জাহানারা ডেইজির সঞ্চালনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান দুপ্রক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। পরে তথ্যমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য রাবেয়া আলীম ও ডিসি হাফিজুর রহমান চৌধুরীর।
এর আগে, ডিসি কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি বিভিন্ন দফতর ছাড়া দুপ্রক, সনাক এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসআরএস