জানা যায়, আটক ফায়জুল্লাহ একজন আইনজীবী, কিন্তু তিনি আদালতে প্রবেশের সময় পরিচয় না দিয়ে উল্টো পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সুপ্রিম কোর্টের গেইটে তল্লাশি চলাকালীন এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে আটক করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, আমাদের গোয়েন্দা তথ্য রয়েছে, দুষ্কৃতকারীরা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে আদালতের ভেতরে প্রবেশ করতে পারে। স্বাভাবিকভাবেই পরিচয় নিশ্চিত না হয়ে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ সময় একজনের পরিচয় জানতে চাইলে উল্টো তিনি পুলিশের পরিচয় জানতে চান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার পরিচয় নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
পিএম/ওএইচ/