এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে পৌর টাউন হলের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সম্পন্ন হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান, পৌরমেয়র রফিকুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মনিরউজ্জামান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের কার্যালয়গুলো থেকে জনগণ ই-সেবা পেতে শুরু করেছে।
এদিকে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ায় আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এডি/এএটি