ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বর্তমানে দেশে সাক্ষরতার হার বেড়েছে ২২ ভাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
বর্তমানে দেশে সাক্ষরতার হার বেড়েছে ২২ ভাগ

মাদারীপুর: শিক্ষাবিষয়ক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে দেশে ২২ ভাগ সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

উপমন্ত্রী বলেন, ২০০১ সালের শুরুতে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে যাওয়ার সময় জাতিসংঘের হিসাব অনুযায়ী তখন স্বাক্ষরতার হার ছিল প্রায় ৬৫ ভাগ।

বিএনপি ক্ষমতায় আসার পর ২০০৯ সাল পর্যন্ত তা কমে দাঁড়িয়েছিল শতকরা ৫২ ভাগে। ২০০৯ সালের পর থেকে এখন পর্যন্ত ৫২ ভাগ থেকে বেড়ে সাক্ষরতার হার দাঁড়িয়েছে ৭৪ শতাংশে।  

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি বিষয় প্রধানমন্ত্রী নিজ দায়িত্বে খোঁজ নেন। যার ফলশ্রুতিতেই দেশে শিক্ষার মান বেড়েছে। প্রধানমন্ত্রী শিক্ষার মান উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন।

ঢাকাস্থ শিবচর সমিতির সভাপতি আবদুস সামাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্যা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, শিবচর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক এসএম লোকমান হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।