মেয়র বলেন, নগরবাসীর আন্তরিকতায় আমি অনুপ্রাণিত। তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই উন্নয়ন কাজ সহজে করা যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের কর্মচারী সংসদের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মেয়র আরিফুল হক চৌধুরী।
সভায় তিনি বলেন, আমি কাজের মানুষ। কাজ ভালোবাসি বলেই দিন-রাত নগরবাসীর উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। নগরের ২৭টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন। ওয়ার্ডে নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে নগরবাসীকে সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সিটি করপোরেশন কর্মচারী সংসদের সভাপতি মো. আব্দুল বাছিতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বিধায়ক রায় চৌধুরী ও সিলেট আঞ্চলিক অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা মো. হনিফুর রহমান ও এসেসর চন্দন দাশ, সিলেট সিটি করপোরেশন কর্মচারী সংসদের সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, দপ্তর সম্পাদক গৌতম রায় প্রমুখ।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী সিটি করপোরেশন কর্মচারী সংসদের কল্যাণ তহবিলে ১৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এনইউ/এইচএডি/