ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে অবৈধ ইটভাটা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ঝালকাঠিতে অবৈধ ইটভাটা বন্ধ

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া ইট তৈরি ও অবৈধ ড্রামচিমনি ব্যবহার করে ভাটার কার্যক্রম পরিচালনা করায় ‘মেসার্স এমবিএল ব্রিকস’ নামে একটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একইসঙ্গে ইটভাটায় থাকা প্রায় ২ লাখ কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মগর গ্রামের করুয়াকাটি এলাকায় অবস্থিত ওই ইটভাটায় অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের  ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিম এ অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. তোতা মিয়া বাংলানিউজকে জানান, অবৈধভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিলো মেসার্স এমবিএল ব্রিকস। এমন অভিযোগের ভিত্তিতে ওই ইটভাটায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী অভিযান পরিচালনা করে ইটভাটাটি বন্ধসহ প্রায় ২ লাখ টাকার কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

অভিযানে পুলিশ প্রশাসন ও বরিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।