ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠি পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ঝালকাঠি পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ঝালকাঠি: ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় সেখান থেকে নগদ দুই লাখ ১৪ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।  

অভিযানের ব্যাপারে দেবব্রত মণ্ডল বলেন, নানা অনিয়মের অভিযোগে ঝালকাঠি পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়।

এ সময় অফিসের একটি কক্ষ থেকে নগদ দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ অফিসে টাকা রাখার কোনো প্রয়োজন নেই, কারণ পাসপোর্টের জন্য সরকার নির্ধারিত ফি ব্যাংকে জমা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ফাতেমা বেগম জানান, আমি এখানে নতুন যোগদান করেছি। আমার অফিসে ঘুষ-দুর্নীতি নেই। এরপরও দুদক অভিযান চালিয়েছে। তারা তদন্ত করে দেখুক। অভিযোগ সত্য হলে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।