শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাঁচুড়িয়া খালের খনন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য দুই হাজার ২০০ কোটি টাকার বেশি টাকা ব্যয়ে দেশের ৬৪ জেলায় ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখননের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এর আগে, প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী আব্দুল একেএম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, তত্ত্ববধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্যসহ প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এনটি