ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘বইমেলা তরুণদের ওপর ইতিবাচক প্রভাব ফেলে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
‘বইমেলা তরুণদের ওপর ইতিবাচক প্রভাব ফেলে’

বাগেরহাট: মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমাম বলেছেন, বইমেলা তরুণ-তরুণীদের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। বইমেলায় বিভিন্ন ধরনের বই থাকে। এখানে এলে মানুষের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। সত্যিকারের মানুষ হওয়ার জন্য বইয়ের কোনো বিকল্প নেই।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, তুমি একা প্রতিষ্ঠিত হলে, তোমার নিজের যেমন কোনো উপকার হবে না। তেমনি দেশেরও কোনো উপকার হবে না।

তাই সবাইকে নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। তাহলেই দেশ ও জাতির উপকার হবে।  

রোববার (২৯ ডিসেম্বর) রাতে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত বইমেলায় এসে তিনি এসব কথা বলেন।

এসময় হাসান ইমামের সহধর্মিণী নৃত্যশিল্পী ও অভিনেতা লায়লা হাসান, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুলক দেবনাথ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ বাগেরহাটের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লায়লা হাসান বলেন, বইমেলা করার উদ্দেশ্য হচ্ছে বই বিক্রি। বই পড়েই যুবসমাজ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে। বাগেরহাটে এ ধরনের আয়োজন বারবার হবে, আয়োজকদের কাছে এই আহ্বান রাখছি।

বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, মুজিববর্ষকে সামনে রেখে আমরা এই বইমেলার আয়োজন করেছি। বই পড়ার প্রতি তরুণ-তরুনীদের আকৃষ্ট করতে আমাদের এই আয়োজন।  

চলতি মাসের ২২ ডিসেম্বর  বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে ‘এসো বিজয় আনন্দে বইমেলা প্রাঙ্গণে’ শীর্ষক ১০ দিনব্যাপী বইমেলা শুরু হয়। এ মেলাকে কেন্দ্র করে প্রতিদিনই বাগেরহাটের বিশিষ্ট ব্যক্তিদের আগমন ঘটে। দিন শেষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয় দর্শনার্থীদের জন্য। দীর্ঘ সময়ের এই বই মেলায় ছাড়ে বিভিন্ন ধরনের বই কিনতে পারায় ক্রেতারাও খুশি।  

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
আরকেআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।