ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ডিঙ্গেরালী ও চাতরার বিলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বাগডাঙ্গী তিন রাস্তার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  

বাবুলিয়া সেবা সংসদের সভাপতি কাওছার আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নাগরিক আন্দোলন মঞ্চের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালী প্রমুখ।  

বক্তারা বলেন, সাতক্ষীরা শহরের গাঁ ঘেঁষা আগরদাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গা-বকচরা সংলগ্ন ডিঙ্গেরালী ও চাতরার বিলে প্রায় ৩ হাজার একর কৃষি জমি স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়েছে। স্থায়ী জলাবদ্ধতার কারণে কৃষকরা সেখানে ফসল ফলাতে পারছেন না। এতে অত্র এলাকার দেড় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পানি নিষ্কাশনের কোনো পথ না রেখেই অপরিকল্পিত মৎস্য ঘের করার কারণে এই শীত মৌসুমেও এখানকার মানুষের জলাবদ্ধতার কবলে পড়তে হচ্ছে। অনেকেই কাজ না পেয়ে অন্য জেলায় বা ইটভাটায় কাজ করতে যেতে বাধ্য হচ্ছে।

দেড় হাজার মানুষের রুটি রুজির কথা চিন্তা করে বক্তারা অবিলম্বে পানি নিষ্কাশনের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।