ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন 

ঢাকা: নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন মাসুদ বিন মোমেন। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মাসুদ বিন মোমেনকে বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৩০) ডিসেম্বর পররাষ্ট্র সচিব শহীদুল হক তার পদ থেকে অবসর নিয়েছেন।

মাসুদ বিন মোমেন এর আগে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে ইতালি ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি নিউইয়র্ক, নিউ দিল্লি, কাঠমান্ডু ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন শেষে  প্রায় একমাস আগে তিনি ঢাকায় এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এসময় থেকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া-প্যাসিফিক) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।