ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন তিন জিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন তিন জিএম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন তিন মহাব্যবস্থাপক (জিএম)।

পদোন্নতি প্রাপ্তরা হলেন- ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মো. সুলতান মাসুদ আহমেদ, মতিঝিল অফিসের মহাব্যবস্থাপক আওলাদ হোসেন চৌধুরী ও গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক নাহিদা বেগম।
 
বুধবার (১ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগের আদেশে এই তিন কর্মকর্তার পদোন্নতি দিয়ে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।


 
সুলতান মাসুদ আহমেদ, আওলাদ হোসেন চৌধুরী ও নাহিদা বেগম ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।
 
চাকরি জীবনে তিন কর্মকর্তা দেশ-বিদেশে প্রশিক্ষণ ও উচ্চতর ডিগ্রি নিয়েছেন। প্রধান কার্যালয় ছাড়াও তারা দেশের বিভিন্নস্থানে বাংলাদেশ ব্যাংকের অফিসে দায়িত্ব পালন করেছেন।
 
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
এসই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।