ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
রাজশাহীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

রাজশাহী: রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে মহানগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কম্বল  বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সালমা বেগম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তীব্র শীতে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণকালে আরএমপির কমিশনার বলেন, মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরএমপি পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।