ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় জমি সংক্রান্ত বিরোধে ২৬০টি গাছ কর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
মাগুরায় জমি সংক্রান্ত বিরোধে ২৬০টি গাছ কর্তন কাটা কলা গাছ। ছবি: বাংলানিউজ

মাগুরা: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলায় ২০০টি কলা ও ৬০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি ) সকালে উপজেলার দেড়ুয়া আবালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইয়াদ আলী বলেন, দীর্ঘদিন ধরে মহসিন বিশ্বাসের সঙ্গে আমার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

তার জের ধরে মহসিন ও তার স্ত্রী ইয়াসিন, মনিরুল, ইয়ামিন মিলে পরিকল্পিতভাবে আমাদের কলা ও মেহগনি গাছগুলো কেটে ফেলেছেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী কাফুর বিশ্বাস বলেন, আওয়ামী লীগের সমর্থক মহসিনের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। তিনি বিভিন্ন সময়ে গ্রামের লোকজন ও আমাদের হয়রানি করেন। কিছুদিন আগে আমার সঙ্গে তার বাঁশঝাড় নিয়ে কথা কাটাকাটি হয়ছিলো। আমি কৃষি কাজ করে খাই। মহসিনের অত্যাচারে আমাদের গ্রামে বসবাস করা এখন কঠিন হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী নবিরুন বেগম বলেন, আমি এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে মহসিনের স্ত্রী আমাকে মারধর করেছেন।

মাগুরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, গাছ কর্তনের অভিযোগ শুনেছি। তবে, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।