ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কনকনে শীত-বৃষ্টিতে নাকাল রাঙামাটিবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
কনকনে শীত-বৃষ্টিতে নাকাল রাঙামাটিবাসী

রাঙামাটি: রূপের পর্যটন নগরী খ্যাত পাহাড় আর হৃদে ঘেরা জেলা রাঙামাটিতে দু’দিনের বৃষ্টিতে আরও তীব্র হয়েছে শীত। কনকনে হিম ঠান্ডায় নাকাল রাঙামাটিবাসী।

শনিবার (০৪ জানুয়ারি) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আকাশ মেঘলা রয়েছে। সূর্যের দেখা মেলেনি সারাদিনও।

জনজীবনও স্থবির হয়ে পড়েছে।

পৌষের বৃষ্টিতে ঠান্ডা বেড়ে যাওয়ায় বিপর্যস্ত এবং হতদরিদ্র মানুষের মধ্যে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। কিন্তু তা চাহিদার তুলনায় অপ্রতুল।

মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, গত দু’দিনের বৃষ্টি এবং ঠান্ডায় ব্যবসা করা হয়নি। হাত গুটিয়ে বসে আছি।

এদিকে গত দু’দিনের বৃষ্টি এবং শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাঙামাটির হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। তবে আতঙ্কিত না হয়ে তা শীতজনিত রোগ প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

রাঙামাটি সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বাংলানিউজকে বলেন, ঠান্ডা বাড়লে শিশুরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হয়। তবে ভয় পাওয়ার কিছু নেই। শিশুর মায়েরা সতর্ক থেকে যত্ন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে ভয়ের কিছু নেই।

রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সংশ্লিষ্টরা বাংলানিউজকে জানান, শুক্রবার রাত থেকে রাঙামাটিতে বৃষ্টিপাত হওয়ায় হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে গেছে। চলতি মাসের মাঝামাঝিতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে তারা ধারণা করছেন।

রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন বাংলানিউজকে বলেন, রাঙামাটিতে ৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। শুক্রবার রাঙামাটিতে তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা কমে ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।

রাঙামাটিতে আজকের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের এ কর্মকর্তা আরও জানান, রাঙামাটি শহরে শীতে তেমন একটা বোঝা না গেলেও গ্রামে শীতের তীব্রতা বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।