ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তালায় বাস খালে পড়ে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
তালায় বাস খালে পড়ে আহত ২০

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাকদহ খালে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা সড়কের শাকদহ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে।

তারা হলেন- খুলনার বোরহান উদ্দিনের গর্ভবতী স্ত্রী রেক্সোনা পারভিন (২০), সাতক্ষীরার পাঁচপোতা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী বিউটি বেগম ও সোবহান মোল্লার স্ত্রী রেবেকা খাতুন (৩৮)।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ২০ জন আহত যাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাল থেকে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক ও তার সহযোগী (হেলপার) ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।