ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে র‍্যাবের অভিযানে তিন চাঁদাবাজ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
না’গঞ্জে র‍্যাবের অভিযানে তিন চাঁদাবাজ আটক র‍্যাবের হাতে আটক তিন চাঁদাবাজ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তিনজন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১৪ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।

রোববার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী।  

আটক তিনজন হলেন- মামুন (৩২), দেলোয়ার (৪০) ও সায়মন (২১)।

 

শনিবার (৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড ও নবীগঞ্জ এলাকার রাস্তায় চলাচলরত পণ্যবোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, লেগুনা ও সিএনজি থামিয়ে চাঁদা আদায়ের সময় এ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব জানায়, প্রত্যক্ষদর্শী, পরিবহনচালক ও গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হাজী গোলাম হোসেন নামে একব্যক্তি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে নবীগঞ্জ কামাল উদ্দীনের মোড় টেম্পু স্ট্যান্ড ইজারা নিয়ে শর্ত লঙ্ঘন করেই সড়কে চলাচলরত পণ্যবাহী ট্রাক থামিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করেন। তারা দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছেন বলে স্বীকার করেছেন।  

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি রোধে ২০১৯ সালের জুন থেকে এ পর্যন্ত র‌্যাব-১১’র ধারাবাহিক অভিযানে ৩৫টি মামলা দায়ের করা হয় এবং মোট ৯৪ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজি বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।