ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে জরিমানা  ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে সিরাজগঞ্জে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সব খুচরা ও পাইকারি বিক্রেতাকে সতর্ক করে দেওয়া হয়েছে। 

রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের গোশালা কাঁচামালের আড়ত, বড়বাজার, বানিয়াপট্টি ও স্টেশন বাজার এলাকায় অভিযান চালায় বাজার মনিটরিং কমিটি ও ভ্রাম্যমাণ আদালত।

জেলা মার্কেটিং অফিসার আইয়ুব আলী জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও লিয়াকত সালমানের নেতৃত্বে শহরের প্রধান প্রধান কাঁচাবাজারে অভিযান চালানো হয়।

এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে বড়বাজারে এক ব্যবসায়ীকে ৩ হাজার, স্টেশন বাজারে একজনকে ১৫শ ও খুচরা এক বিক্রেতাকে ৫শ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি না করতে সতর্ক করে দেওয়া হয়।  
তিনি আরও জানান, জরিমানাপ্রাপ্তরা মিশরীয় পেঁয়াজ ৬০ টাকায় কিনে ৮০ টাকায় এবং দেশি পেঁয়াজ ১৩০ টাকায় কিনে ১৬০ টাকায় বিক্রি করছিল।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।