ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত

ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৬ জন। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।

সোমবার (০৬ জানুয়ারি) ভোরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর সংলগ্ন মল্লিকপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে মাগুরাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন। তাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের ডা. শরীফুল ইসলাম হাদী, তার মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এবং মাইক্রোবাস চালক নড়াইলের নাহিদ। দুর্ঘটনায় ডা. শরীফুল ইসলামের স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে সত‌্যতা নিশ্চিত করেছেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি বোয়ালমারী উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।