ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শহীদ মিনারে জুতা পায়ে শপথ বাক্য পাঠ, এলাকায় সমালোচনার ঝড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
শহীদ মিনারে জুতা পায়ে শপথ বাক্য পাঠ, এলাকায় সমালোচনার ঝড়

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের বেদীতে জুতা পায়ে উঠে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীর চর্চা করানো হয়। এ সময় ওই স্কুলে নির্মিত শহীদ মিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা জুতা পায়ে উঠে অন্য শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।

শপথ বাক্য পাঠ করানোর একটি ভিডিও ওই বিদ্যালয়ের ফেসবুক পেজে আপলোড করে বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে শহীদ মিনার অবমাননার ভিডিওটি ভাইরাল হলে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়। এর কিছুক্ষণ পর ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শহীদ মিনারের বেদীতে জুতা পায়ে উঠে শিক্ষক ও শিক্ষার্থীরা অন্য শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়ে আসছেন।  
 
রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনাদী রঞ্জন বিশ্বাস এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, স্কুলের জায়গা না থাকার কারণে শহীদ মিনারে উঠে শিক্ষার্থীদের শারীরিক চর্চা বা বিভিন্ন অনুষ্ঠান করতে হয়। তবে জুতা পায়ে শহীদ মিনারে ওঠা ঠিক হয়নি।

তিনি আরও বলেন, এখানে সাপ্তাহিত হাট-বাজার বসে। এ সময় শহীদ মিনার অবমাননা হয়। ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া আজই শহীদ মিনারটি সরিয়ে অন্য স্থানে স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ জানান, বিষয়টি আমার জানা নেই। ভিডিওটি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।