ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ‘হালকা বৃষ্টি’ নামবে বুধবার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
সিলেটে ‘হালকা বৃষ্টি’ নামবে বুধবার

মৌলভীবাজার: শীত মৌসুমে কনকনে ঠাণ্ডার এলাকা সিলেট। চা বাগান অধ্যুষিত পাহাড় ঘেরা এ এলাকায় সন্ধ্যার সঙ্গে সঙ্গেই নেমে আসে শীত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে সে শীতের তীব্রতা।

শীতের মাত্রা আরও বাড়াতে বুধবার (৮ জানুয়ারি) এ অঞ্চলে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

সিলেট আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, বুধবার দিনগত রাতে সিলেট বিভাগের কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টিপাত হবে।

সুনামগঞ্জ জেলার কিছু অংশসহ মৌলভীবাজার জেলায় এর প্রভাব দেখা যাবে। এ বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে দুই থেকে তিন মিলিমিটার।

‘এরপর আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির দেখা পাওয়া যাবে না। যখন বৃষ্টি থাকবে তখন তাপমাত্রা একটু বাড়বে। এরপর তা কমতে শুরু করবে। আগামী শুক্র ও শনিবার তাপমাত্রা অনেকখানি কমে যাবে। তবে তাপমাত্রা যতই কমুক না কেন, তা সিলেট শহরে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসবে না। ’ 

শীত মৌসুমের বৃষ্টিপাত সম্পর্কে এ আবহাওয়াবিদ বলেন, হিসাব অনুযায়ী ডিসেম্বরে প্রত্যাশিত বৃষ্টিপাত হয়নি। এর প্রভাব পড়েছে জানুয়ারিতে। এ মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে। গত মাসে সিলেটে মাত্র ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

‘তবে সবসময়ই যে ডিসেম্বরে কম বৃষ্টিপাত হয় তা নয়। কিছু ব্যতিক্রমও আছে। যেমন ২০১৭ সালে সারা দেশেই খুব বেশি বৃষ্টিপাত হয়েছিল। সে বছর এর প্রভাবে প্রচুর বন্যাও হয়। এটা অনেকটাই প্রাকৃতিক বিষয়। তাছাড়া আরব সাগরে যদি নিম্নচাপ থাকে তখন কিছুটা বৃষ্টিপাত আমাদের দিকে আসে। এটা কিন্তু আমাদের বঙ্গপোসাগরের নিম্নচাপ নয়। এ বৃষ্টিপাত রাজশাহী হয়ে সিলেটের দিকে চলে আসে। ’  

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৯ সালে জানুয়ারিতে সিলেটে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সিলেটে ১৮.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২০০৯-এর পর থেকে জানুয়ারিতে সিলেট অঞ্চলে উল্লেখিত দুই সালের মতো এতো বৃষ্টিপাত হয়নি।  

এ ধরনের বৃষ্টিপাতকে শীত মৌসুমের বৃষ্টিপাত বলা হয়। ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারি এ তিনমাসে এ ধরনের বৃষ্টিপাত হয়।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ .৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে তাপমাত্রা আরও কম। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০. ৩ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
বিবিবি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।