ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লামায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
লামায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বান্দরবান: মায়ের সঙ্গে অভিমান করে বান্দরবানের লামায় শারমিন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের গাজীপাড়ায় এ ঘটনা ঘটে। শারমিন ওই পাড়ার নজির আহাম্মদের মেয়ে ও রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

নিহতের খালা মরিয়ম আক্তার (২৮) বাংলানিউজকে জানান, বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে যাওয়া নিয়ে সকালে শারমিনের সঙ্গে তার মায়ের ঝগড়া হয়। পরে মায়ের ওপর অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস দেয় শারমিন। টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বাংলানিউজকে জানান, খবর পেয়ে নিহতের বাড়ি পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মায়ের ওপর অভিমান করেই শারমিন আত্মহত্যা করেছে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।