ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ২ মাসব্যাপী আবৃত্তি কর্মশালা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
নোয়াখালীতে ২ মাসব্যাপী আবৃত্তি কর্মশালা উদ্বোধন

নোয়াখালী: ‘বাজুক প্রাণে প্রাণে সত্য সুন্দরের ধ্বনি-প্রতিধ্বনি’ এ স্লোগানে নোয়াখালীতে দুই মাসব্যাপী আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তন্ময় দাস। জেলা শিল্পকলা একাডেমিতে নোয়াখালী আবৃত্তি একাডেমি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রশাসক তন্ময় দাস।

আবৃত্তিশিল্পী শামীমা হাসনাত ঝুমুরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার এসএমটি কামরান হাসান, নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টা উপাধ্যক্ষ দিদারুল ইসলাম, সাংবাদিক আবু নাছের মঞ্জু, নোয়াখালী আবৃত্তি একাডেমির সাধারণ সম্পাদক মনিরুজ্জামন মনির প্রমুখ।  

উদ্বোধনী দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী কাজী মাহাতাব সুমন।

প্রশিক্ষণ কর্মশালায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ ও সোনাপুর ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

দুই মাসব্যাপী এই কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, স্বর-সাধন, ভাব-রস, ছন্দ, আবৃত্তি নির্মাণ ও উপস্থাপনা ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।