ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে অটিজম বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
সোনাগাজীতে অটিজম বিষয়ক কর্মশালা

ফেনী: ফেনীর সোনাগাজীতে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি এনডিডি বিষয়ক কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ জানুয়ারি) ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটির আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনু্ষ্ঠিত হয়।

সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিনের সভাপতিত্বে ও স্কাউটস লিডার বেল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেব, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন।  

কর্মশালায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।