ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় অস্ত্রসহ ২ দস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
হাতিয়ায় অস্ত্রসহ ২ দস্যু আটক

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে অভিযান চালিয়ে আইয়ুব নবী (৪৫) ও ফরিদ উদ্দিন (৩০) নামে দুই দস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, চার রাউন্ড গুলি ও চারটি রামদা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে ইউনিয়নের মৌলভীরচর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলো- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আব্দুল্ল্যাহ গ্রামের মাহমুদ উল্যার ছেলে আইয়ুব নবী ও একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ উদ্দিন। তারা উভয় বর্তমানে হাতিয়ার চেয়ারম্যান বাজার সংলগ্ন তেলীরচরে থাকে।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশান অফিসার লে. মেহেদী হাসান জানান, ৬-৭ জনের একদল জলদস্যু মৌলভীরচর এলাকায় ৪০-৫০টি মাছ ধরার নৌকাতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় দস্যুদল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আইয়ুব নবী ও ফরিদ উদ্দিনকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, চার রাউন্ড গুলি ও চারটি রামদা সহ আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।