ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ১৯২০ খুদেকণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
খুলনায় ১৯২০ খুদেকণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ খুলনায় ১৯২০ খুদে শিক্ষার্থীর কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হলো ৭ মার্চে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ।। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় ১৯২০ খুদে শিক্ষার্থীর কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হলো ১৯৭১ সালের ৭ মার্চে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) জেলা স্টেডিয়ামে দুপুর ১১টায় এ ভাষণের আয়োজন করে খুলনা জেলা প্রশাসন।

শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে ‘কাউন্টডাউন প্রথম প্রহরে মুজিববর্ষ’ সূচনা করা হয়।

পরে বঙ্গবন্ধুর ওপর ডকুমেন্টারি প্রদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বঙ্গবন্ধুর জন্ম ১৯২০ সালে। তাই ১৯২০ শিশু, ১৯২০ জন আলেম এবং গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও খুলনা অঞ্চলের সব মুক্তিযোদ্ধা মুজিবকোট পরে একসঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ করেন। সবার অংশগ্রহণে ১৭ জন আলেমের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়ায় অংশ নিয়েছেন অনুষ্ঠানে আগত অতিথিরা।  ছবি: বাংলানিউজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ও ‘চাইল্ড ইন্টেগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম’ এর ব্যবস্থাপনায় এ দিনের অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল খুলনা জেলা স্টেডিয়ামে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে ‘কাউন্টডাউন প্রথম প্রহরে মুজিববর্ষ’ সূচনা, বঙ্গবন্ধুর ওপর ডকুমেন্টারি প্রদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া ও জাতীয় সংগীত পরিবেশন। খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ‘শিশু বঙ্গবন্ধু ফোরাম’ এর শিক্ষার্থীরা, বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক-শিক্ষার্থী এবং অন্য ধর্মের অনুসারীরা সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নেন।

বর্ণাঢ্য আয়োজন ও দেশপ্রেমে উজ্জীবিত জনতার বাঁধভাঙা উচ্ছ্বাসে ভরপুর ছিলো গোটা স্টেডিয়ার। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক সংস্কৃতি সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ বিপুল উৎসাহে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।