ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে বরিশালে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
নানা আয়োজনে বরিশালে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল: গৌরব আর সাফল্যের আরও একটি বছর পার করলো দেশের শীর্ষ শিল্পগ্রুপ বসুন্ধরার সহযোগী প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের দৈনিক কালের কণ্ঠ। প্রকাশের পর খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা দৈনিকটি এগারোতে পা দিলো ১০ জানুয়ারি।

এ উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরিশাল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে বৃদ্ধাশ্রমের পাঁচ নারীকে শীতবস্ত্র (শাল) দেওয়া হয়। সেখানেই বৃদ্ধাশ্রমের নারীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ অন্যান্য অতিথিরা।

পরে প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে সংবর্ধনার আয়োজন করে কালের কণ্ঠের বরিশাল ব্যুরো অফিস। তাকে উত্তরীয় পড়িয়ে একটি ক্রেস্ট এবং নগদ ১০ হাজার টাকা দিয়ে সংবর্ধনা দেন অতিথিরা।

কালের কণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান রফিকুল ইসলামের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ছাড়াও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।