ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে কালের কন্ঠের প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
খাগড়াছড়িতে কালের কন্ঠের প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত খাগড়াছড়িতে কালের কন্ঠের প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে কালের কন্ঠের দশম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে জেলা প্রেসক্লাব হল রুমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) কুজেন্দ্র লাল ত্রিপুরা।

অনুষ্ঠানের শুরুতে কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

পরে বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরাকে সম্মাননা ক্রেস্টসহ উপহার তুলে দেওয়া হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বৌধিসত্ত্ব দেওয়ান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক চেয়ারম্যান চাইথো অং মারমা, জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, দৈনিক অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তরুন কুমার ভট্টাচার্য্য প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।