ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নীলফামারী: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোরসালিন ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে শহরের বাইপাস সড়কের ইটাখোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

মৃত মোরসালিন সিংদই ছাড়ারপাড় এলাকার বাদশা ইসলামের ছেলে।

সে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, দুপুরে সাইকেলে বাড়ি ফিরছিল মোরসালিন। এ সময় গরুবাহী একটি নছিমন তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফি উদ্দিন মাহমুদ বাংলানিউজকে জানান, ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসার পথেই সে মারা যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।