ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে চোরাই স্বর্ণ-টাকাসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
নারায়ণগঞ্জে চোরাই স্বর্ণ-টাকাসহ গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কালিরবাজারে দুটি স্বর্ণের দোকানে চুরি যাওয়া মালামাল ও বিক্রির টাকাসহ চাজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলা ডিবির উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য জানান।

এর আগে ভোরে যশোর ও ঢাকার যাত্রাবাড়ী থেকে তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের গ্রেফতার করে নিয়ে আসা হয়।

গ্রেফতাররা হলেন- ঢাকা যাত্রাবাড়ী এলাকার মৃত আব্দুল হালিমের সালাহউদ্দিন জুয়েলার্সের মালিক সালাহউদ্দিন (৩৪), যশোরের অভয়নগর থানার হীরা পারভীন (৩৫), সামিনা বেগম (৪৮) ও তাসলিমা বেগম (৪০)।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩ লাখ ৭০ হাজার টাকা ও ২১ ভরি ৫ আনা স্বর্ণ।

এসআই মিজানুর রহমান জানান, শহরের কালিরবাজার আল তাজিম জুয়েলার্স থেকে নভেম্বরের ৭ তারিখ ৭০ ভরি (মূল্য ৩৫ লাখ টাকা) ও ১১ নভেম্বর সিঙ্গাপুর জুয়েলার্স থেকে কৌশলে গ্রেফতার হওয়া দুই নারী স্বর্ণ চুরি করে। পরে সিসিটিভি ফুটেজ দেখে ১১ নভেম্বর মামলা করেন আল তাজিম জুয়েলার্সের মালিক সাইফুল ইসলাম তুহিন।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।