ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা: রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি ৪৭৫ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন বাবু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সিঅ্যান্ডবি এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে আটক করা হয়। বর্তমানে তাকে র‍্যাব ৫ এর সদর দফতরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, উপজেলার সিঅ্যান্ডবি আচুয়া এলাকায় বাবু নামে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ হেরোইন বিক্রির উদ্দেশে অবস্থান করছেন। এসময় তার (মাইনুল ইসলাম) নেতৃত্বে র‍্যাব ৫ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাবুকে ১ কেজি ৪৭৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করে। পরে তাকে হেরোইনসহ মহানগরীর মোল্লাপাড়াস্থ র‍্যাব ৫ এর সদর দফতরে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে সেখানেই রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।  

জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।