বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০- এর উদ্বোধন অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জলবায়ু পরিবর্তন ইস্যুতে উন্নত দেশগুলো প্রতিশ্রুতি পূরণ করছে না জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যখন জলবায়ু বিষয়ে বিভিন্ন প্রোগ্রাম করি, আমরা অনেক প্রতিশ্রুতি পাই।
তিনি বলেন, ‘আমরা খুব সামান্য কিছু সহযোগিতা পেয়ে থাকি। কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের উন্নত দেশগুলো এবং উন্নয়ন সহযোগীদের আরও এগিয়ে আসা দরকার, আরও সহযোগিতা দরকার। ’
‘শুধু বাংলাদেশের কথা বলবো না, সেই সঙ্গে স্মল আইল্যান্ডস ও অন্যান্য দেশ; যেগুলো জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের সবারই এই সহযোগিতাটা দরকার। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের যে ক্ষতি সাধন হচ্ছে তার জন্য বাংলাদেশ কিন্তু কোনো মতেই দায়ী না। আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কিছুই করি না। কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সে কারণে যারা এই অবস্থার জন্য দায়ী তাদের সবচেয়ে বেশি অবদান রাখা দরকার। ’
নিজস্ব অর্থায়নে জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তনে আমরা নিজস্ব অর্থায়নে ট্রাস্ট ফান্ড গঠন করেছি। সেখানে আমরা নিজেদের টাকা দিয়েই এই ফান্ড করেছি। ’
ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়নের কথা উল্লেখ করে টানা তিনবারসহ বাংলাদেশের ইতিহাসে চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য ডেল্টা প্ল্যান ২১০০ সেটা প্রণয়ন করে আমরা বাস্তবায়নের কাজও শুরু করেছি। আমরা আশা করি জলবায়ু পরিবর্তনে যে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে সেটা মোকাবেলা করার মতো ইতোমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি। ’
শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ, তথ্য-প্রযুক্তি, শিল্প ক্ষেত্রে উন্নতি, আর্থ-সামাজিক উন্নতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, অর্থনৈতিক উন্নতি, কমসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের সফলতা এবং বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে বাংলাদেশের বর্তমান উন্নয়ন-অগ্রগতি অব্যহত রাখতে উন্নয়ন সহযোগীদের বেশি শর্ত না দেওয়ারও আহ্বান জানান তিনি।
উন্নয়ন সহযোগীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘উন্নয়ন সহযোগীরাও খুব বেশি শর্ত না দিয়ে সহযোগিতা করবে যেন যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি সেটাকে আমরা আরও ভালোভাবে করতে পারি এবং আমাদের আশা আছে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ’
এবারের বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ) সম্মেলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে উৎসর্গ করা হয়েছে। এবারের সম্মেলনের স্লোগান হচ্ছে- ‘কার্যকর অংশীদারিত্বের ভিত্তিতে টেকসই উন্নয়ন। ’
দুই দিনব্যাপী এ সম্মেলনে জলবায়ু পরিবর্তন, স্বনির্ভর বাংলাদেশের জন্য নতুন অর্থায়ন ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা, টেকসই প্রবৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা, টেকসই নগর, সবার জন্য মান সম্পন্ন শিক্ষা, চতুর্থ শিল্পবিপ্লবের জন্য প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ের ওপর আটটি অধিবেশন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা- জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুনিচি ইয়ামাদা, বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টঊইগ শেফার, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট শিক্সিন চেন।
স্বাগত বক্তব্য রাখেন অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমইউএম/এমএ