ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নাজমুল হক নাজু (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ৮টায় দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কারেন্টহাট বাজারের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

নাজু একই উপজেলার মাঝাপাড়ার একরামুল হকের ছেলে।

গুরুতর আহত ২ মোটরসাইকেল আরোহী হলেন- চিরিরবন্দর হানিফ কাউন্টারের স্বত্বাধিকারী ওয়াহেদুল ইসলাম (৩৮) ও হাটখোলা গ্রামের জাকারিয়া ইসলামের ছেলে মানিক হোসেন (৩৫)। আহত ২ জনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।