ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাওলানা আযহার আলী জানাজায় লাখো মানুষ, দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
মাওলানা আযহার আলী জানাজায় লাখো মানুষ, দাফন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও দেশের প্রখ্যাত আলেম মাওলানা আযহার আলী আনোয়ার শাহ (৭৪) এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আযহার আলী আনোয়ার শাহ’র ছোট ছেলে আনজার শাহ তানিমের ইমামতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নানা শ্রেণি-পেশার লাখো মানুষ অংশ নেয়।

এর আগে, পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য মাগফিরাত কামনা করে দোয়া চান মাওলানা আযহার আলী আনোয়ার শাহ’র ছোট ভাই আল জামিয়াতুল ইমদাদিয়ার ভাইস প্রিন্সিপাল সাব্বির হোসেন রশিদ এবং ছোট ছেলে আনজার শাহ তানিম।

এছাড়াও দোয়া কামনা করে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি)  সারওয়ার মুর্শেদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানসহ দেশের বিশিষ্ট আলেম ও ওলামারা।

এরও আগে, বেলা ১১টার দিকে মাওলানা আযহার আলী আনোয়ার শাহ’র মরদেহ শোলাকিয়া ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষবারের মতো একনজর দেখেন লাখো মানুষ।

নামাজে জানাজা শেষে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানের মরহুমের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাওলানা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি ও কিশোরগঞ্জ আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার মহাপরিচালক ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।