ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রক্ত বিক্রি বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
রক্ত বিক্রি বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি

বরিশাল: রক্ত বিক্রি বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানববন্ধন করেছে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)।

 

বিবিডিসি’র বরিশাল শাখার উদ্যোগে শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১ টায় নগরের সিটি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে একটি র‌্যালি বের করা হয়।

যা নগরের প্রধান সড়ক হয়ে বরিশাল সিটি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

মানববন্ধন শেষে সংগঠনটির নবম বছরে পদার্পন উপলক্ষে সিটি কলেজ প্রাঙ্গণে কেক কাটেন সদস্যরা।

এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিসেফ বরিশালের বিভাগীয় প্রধান এইচএম তৌফিক আহমেদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।