শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে শার্শার বেনেখড়ি গ্রাম থেকে শার্শা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আসামি লিয়াকত যশোরের শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের ইউনুচ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটি সন্ধ্যার দিকে মাদ্রাসা মাঠে খেলা করছিল। এসময় একা পেয়ে লিয়াকত তাকে মুখ চেপে মাদ্রাসার একটি রুমে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোক ছুটে এলে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
শার্শার উলশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনাল হক বলেন, তার দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার, যাতে আর কোনো শিক্ষক এমন কাজ না করেন। তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করেছে ম্যানেজিং কমিটি।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গ্রেফতার আসামিকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে (শুক্রবার ৩১ জানুয়ারি) বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এএ